সারা দেশব্যাপী পুলিশের উপর সাম্প্রতিক সহিংস ঘটনাসমূহের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) ইউনিটের সকল পর্যায়ের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে একটি আদর্শ পুলিশ ইউনিট হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে গত ৫ আগস্ট তারিখে দুস্কৃতিকারীদের হামলায় নিহত বাসন থানার কনস্টেবল আব্দুল মালেক এর প্রতি শ্রদ্ধার অংশ হিসাবে এক মিনিট নিরবতা পালনসহ তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)সহ গাজীপুর পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা- সদস্যগণ উপস্থিত ছিলেন।