ভোলার লালমোহন উপজেলায় পাঁচ মাদকসেবীকে জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে, মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে তিন মাসের জেল ও ২শ’ টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম। দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আব্দুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন।জানা যায়, মঙ্গলবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিলেন সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন।
এ সময় গাঁজাসেবীদের আটকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর মো. রায়হান মাসুম।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর মাদকসেবীদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১