ঢাকা | বঙ্গাব্দ

লালমোহনে ৫ মাদকসেবীর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ 14-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299415 জন
লালমোহনে ৫ মাদকসেবীর জেল-জরিমানা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
ভোলার লালমোহন উপজেলায় পাঁচ মাদকসেবীকে জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে, মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে তিন মাসের জেল ও ২শ’ টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম। দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আব্দুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন।জানা যায়, মঙ্গলবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিলেন সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন।

এ সময় গাঁজাসেবীদের আটকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর মো. রায়হান মাসুম।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর মাদকসেবীদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন