গত ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার দুপুর ১২ টায় ভোলা জেলার সদর উপজেলাধীন কোস্ট গার্ড বেইস ভোলা সংলগ্ন খেয়াঘাট এলাকার মোঃ মিজান এর বাড়িতে অগ্নি দুর্ঘটনা ঘটে। তথ্য পাওয়া মাত্রই বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা হতে দ্রুত একটি অগ্নি নির্বাপনী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নি নির্বাপন কার্যক্রম আরম্ভ করে।
পরবর্তীতে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় জনগনের সহায়তায় অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। স্বল্প সময়ে অগ্নি নির্বাপনের ফলে প্বার্শবর্তী ০৫ টি বাড়ি রক্ষা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে, এইচ এম এম হারুন-অর-রশীদ লেফটেন্যান্ট কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড দক্ষিণ জোন এসব তথ্য জানিয়েছেন।