ঢাকা | বঙ্গাব্দ

৩৩ সাঁতারুর অংশগ্রহণে ইবিতে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 156258 জন
৩৩ সাঁতারুর অংশগ্রহণে ইবিতে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু হল সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন বিভাগের ৩৩ জন সাতারু অংশগ্রহণ করে। প্রতি গ্রুপের ১ম তিনজন করে নিয়ে ৯ জনের চুরান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 


এতে প্রথম হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরাফাত সাঈদ, দ্বিতীয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পারভেজ হাসান চয়ন, তৃতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, চতুর্থ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাজ্জাতুল্লাহ শেখ ও পঞ্চম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সৈকত । 


প্রতিযোগিতা শেষে দুপুর ১২ টায় বিজয়ী পাঁচ জনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট ও আয়োজক কমিটির আহ্বায়ক তানভীর মন্ডলসহ অন্যান্যরা। এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা৷ 


আয়োজক কমিটির আহ্বায়ক তানভীর মন্ডল বলেন, আজকের আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের এমন অংশগ্রহণ থাকলে আমরা আগামীতে আরও বড় বড় আয়োজন করবো। 


ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদেরকে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে৷ ভিন্নধর্মী এ আয়োজনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। আমি আশা রাখবো, ভবিষ্যতে এ ধরনের আয়োজন ক্যাম্পাসে অব্যহত থাকবে৷ আমরা ছাত্ররা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কাজ করে যাবো৷ 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন