ঢাকা | বঙ্গাব্দ

অবৈধভাবে টিকেট কাউন্টার দখলের প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ 24-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 271379 জন
অবৈধভাবে টিকেট কাউন্টার দখলের প্রতিবাদে সড়ক অবরোধ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শুক্রবার, ২৪ মে বেলা ১১টার দিকে আঠারবাড়ী স্টপেজের শাহ সুলতান, জালালাবাদ ও সিলেটগামী বাসের রুট কাউন্টারের বৈধ বুকিং মাস্টার ও শ্রমিক সংগঠনের নেতবৃন্দ আঠারবাড়ী সড়কের কবিরপুর নামক স্থানে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করে।


প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধকালে রাস্তার উভয়দিকে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা শাহ  সুলতান ও জালালাবাদ বাস থেকে নেমে অন্য বাসে গন্তব্য স্থানে যেতে বাধ্য হয়। সড়ক অবরোধের খবর পেয়ে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র (আইসি)’র অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ওই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।



জানাগেছে, ওই কাউন্টার অবৈধভাবে দখলকারী তোতা মিয়া ও আ: ছাত্তার গংয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি থেকে কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার স্বাক্ষরিত বৈধ বুকিং মাস্টার বিল্লাল মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা হেলাল, বিল্লাল মিয়া, সেলিম ও মুজিবুর রহমান জানান, তারা বৈধতা পেলেও অবৈধ দখলদারের কারণে কাউন্টারে বসতে পারছেন না। প্রতিবাদ করতে চাইলে দখলকারীরা মোটা অংকের টাকা দাবীসহ বিভিন্ন ধরনেও হুমকি দিয়ে যাচ্ছে ফলে আমরা প্রশাসনের সহযোগিতা চাই।


এ ব্যাপারে অভিযুক্ত তোতা মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঢাকা থেকে অনুমোদন পত্র পেয়েই কাউন্টারের দায়িত্ব পালন করছি, এরপরেও স্থানীয় দলীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে একটি সমঝোতা হলেও তারা সমাধানে আসতে চান না। 


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন