ঢাকা | বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে বিরল ঘটনাঃ এলাকায় শোকের মাতম

  • আপলোড তারিখঃ 03-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 79001 জন
পাবনার চাটমোহরে বিরল ঘটনাঃ এলাকায় শোকের মাতম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ঘটনায় জানা যায় যে, রবিবার (পহেলা ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে গর্ভধারিণী মা আছিয়া বেগম(৮০) বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুতে সবাইকে সান্ত্বনা দিতে পারলেও বড় ছেলে মুদি দোকানি শফিকুল ইসলাম (৬০) নিজে শোক সইতে না পেরে ৫ ঘণ্টা পর মারা যান। মৃত শফিকুল ইসলাম বড়ই ধর্ম পরায়ন ছিলেন। 


গ্রাম ও এলাকাবাসীদের নিকট থেকে জানা যায় যে, রবিবার সন্ধ্যায় মা আছিয়া বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় মারা যান চার মেয়ে ও  দুই ছেলে রেখে, তার ছয় সন্তানের শফিকুল ইসলাম বড় সন্তান। সন্ধ্যায় মা মারা যাওয়ার পর বড় ছেলে মায়ের দাফন কাজ সম্পন্ন করতে কবর কাটা কাফনের কাপড় কেনা কেনা সহ যাবতীয় কাজের তদারকি করেছেন ও ছোট ভাই বোনদের শান্ত্বনা দেওয়া সহ বার বার মৃত মা জননীর  মুখ খানি দেখতে বার বার মায়ের মৃতদেহের কাছে ছুটে যান। 

প্রতিবেশী বাসিন্দা রিপন রহমান বলেন, আমাদের গ্রামের মৃত ফরমান আলীর স্ত্রী আছিয়া বেগম বার্ধক্যজনিত

কারণে অসুস্থ হয়ে


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন