ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারো বুধবার(২২ জানুয়ারি) ভোর থেকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের হিমালয় ঘেঁষা লালমনিরহাট জেলারকালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামসহ উপজেলার জনপদ।
আবার ভোর থেকে জেঁকে বসেছে শীত। কনকনে ঠাণ্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না।
ঘন কুয়াশার কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হঠাৎ করে আবার বুধবার রাত থেকে কনকনে ঠাণ্ডায় তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের ঠাণ্ডায় জবুথবু অবস্থা। পেটের দায়ে তারপরও যেতে হচ্ছে কাজে