ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার প্রচেষ্টায় ইবি বঙ্গবন্ধু পরিষদের উদ্বেগ

  • আপলোড তারিখঃ 15-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 204757 জন
বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার প্রচেষ্টায় ইবি বঙ্গবন্ধু পরিষদের উদ্বেগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫-এর ১৫ আগস্টে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহব্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী প্রন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। বুধবার (১৪ আগস্ট) সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আবেদন করা হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়,  ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা এবারের শোকাবহ আগস্ট-এর শোককে আরো ভারী করে তুলেছে। আমরা এই আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়  সাম্প্রতিককালে জাতির পিতার ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নং বাস ভবন।


(বর্তমান মুক্তিযুদ্ধ জাদুঘর) মেহেরপুর মুজিবনগর স্মৃতি জাদুঘরসহ সারাদেশে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার সকল স্মৃতি মুছে ফেলার প্রচেষ্টায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।


অন্তবর্তীকালীন সরকারের কাছে এধরণের ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কোন ষড়যন্ত্রই জাতির পিতাকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবেনা।


বঙ্গবন্ধু চির ভাষর হয়ে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ের মণি কোঠায়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন