ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্তেকাল করেছেন

  • আপলোড তারিখঃ 14-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 161845 জন
পাবনায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্তেকাল করেছেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাটমোহর পৌরসভার বালুচর মহল্লার বাসিন্দা আলহাজ্ব রফিকুল ইসলাম হেলাল (৫৬) শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে সাতটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) তিনি ঘাতক ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শুক্রবার বাদ আসর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বালুচর কবরস্থানে দাফন করা হয়েছে।


তিনি প্রায় ত্রিশ বছর ধরে চাটমোহরে ঔষুধ ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চাটমোহর  উপজেলা শাখা (পাবনা) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি অদ্যাবধি কয়েক বছর ধরে এ দায়িত্ব পালন করে আসছেন। 

মৃত্যুকালে স্ত্রী,একপুত্র ও এক কন্যাসহ অনেক হিতাকাঙ্খী রেখে গেছেন  তিনি সজ্জন, সদালাপী ও মিষ্টভাষী ছিলেন তিনি চাটমোহরের বান্ধব মেডিক্যাল হলের মালিক ছিলেন। 


তার মৃত্যুতে আলহাজ্ব ডাঃ এম এ মজিদ, চাটমোহরের মানবিক  আলহাজ্ব ডাঃ মোঃ শামসুল আলম, চাটমোহর বিসিডিএসের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ সকল সদস্যবৃন্দ শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন।


পরিবেশ মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী  প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক মুন্সি মুহাম্মদ হযরত আলী গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন। 


এছাড়াও চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি, কে এম বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফিরোজ, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সহ সকল স্তরের সাংবাদিকবৃন্দ গভীর শোকাহত। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও সকলের কাছে দোওয়া চেয়েছেন।


এছাড়াও চাটমোহর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পরিচালক রিপন, অপসোনিন ফার্মা লিমিটেড এর মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সবুজ আলী, গ্লোব ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার  আশিকুজ্জামান আশিক, জিসকা ফার্মাসিউটিক্যালসের মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সানোয়ার হোসেন,  অপসো স্যালাইন এর মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ রাজীব সহ অনেক মেডিক্যাল প্রমোশন অফিসারগন মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা  জ্ঞাপন করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন