ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ৪৭টি বৌদ্ধ বিহারে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ

  • আপলোড তারিখঃ 28-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298726 জন
রাঙ্গুনিয়ায় ৪৭টি বৌদ্ধ বিহারে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় উৎসব পালনের জন্য অনুদান হস্তান্তর করা হয়েছে। উপজেলার ৪৭টি বৌদ্ধ বিহারে ১৪ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।


বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল কান্তি দাশ। 


প্রধান অতিথি'র বক্তব্য দেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া। 


বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু, পদুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত জ্ঞানবংশ মহাথের। পদুয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বিধু মুৎসুদ্দী'র সঞ্চালনায় বক্তব্য দেন পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘসারথি ভদন্ত পরমানন্দ মহাথের, সংঘরাজ ভিক্ষু মহাসভা'র সহ-পুরাকীর্তি বিষয়ক সম্পাদক দীপংকর থের, উপজেলা সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির সাংগঠনিক সম্পাদক নন্দশ্রী স্থবির, উপজেলা ত্রিপিটক শিক্ষা পরিষদের সহ-সভাপতি উত্তমানন্দ স্থবির, পৌরসভা আ.লীগ নেতা আশীষ বড়ুয়া, শুক্লা মুৎসুদ্দী, পদুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজাদ, সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল হামিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে  বৌদ্ধ বিহারের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন