চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার ও পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশ সুপারের আদেশে পটিয়া থানাসহ আরো ১১ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন ওসি পদায়ন করা হবে।
উল্লেখ্য, ওসি জসীম উদ্দীন চলতি বছরের প্রথম দিকে পটিয়া থানায় যোগদান করেন।