বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ স্লোগানে আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ১১জুলাই বেলা ১১টায় ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে একটি বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষ মেলা উপলক্ষে বিভিন্ন নার্সারী মালিকরা ভোলা সরকারী স্কুল মাঠে নানা প্রজাতির গাছের চারার স্টলে সবুজ সাজে সজ্জিত করেছে।
এ ছাড়া ২০ জন উপকারভোগীর জন্য ৪ লক্ষ ৬২ হাজার টাকার চেক গ্রহণ করেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেলিম হাওলাদার ও আরো ২ লক্ষ ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম।
সপ্তাহব্যাপী এক উদ্বোধনী মেলায় বিভাগীয় বন কমকর্তা ড.জহিরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মাহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা কৃষি কমকর্তা হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর থানার ওসি মিজান পাটোয়ারী, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সবুজ বাংলা খামারের সত্ত্বাধিকারী আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ আরো অনেকে।