খুলনা বিশ্ব ইজতেমায় পবিত্র জুম্মায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার( ০৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর ময়ূর আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমা শুরু হয়। আজ ইজতেমার দ্বিতীয় দিনে জুমা নামাজে খুলনা জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা পাশাপাশি বেশ কয়েকটি জেলার ধর্মপ্রাণ মুসলমানদের জমায়েত দেখা গেছে ।
খুলনা জেলা ইজতেমার দায়িত্বশীলরা জানান এবারের এজতেমায় আরব, শ্রীলংকা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও নেপাল এর ৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। এবং (০৭ডিসেম্বর ) শনিবার পৌনে বারোটায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।