আড়ম্বরপূর্ণ পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী পূজা মণ্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়।
পরে পূজার পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পূজা ছাড়াও সেখানে দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয় এছাড়াও আতশবাজি ফুটানো ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
পূজা উদযাপনকালে আয়োজনস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান অনুষ্ঠানে তিনি প্রদীপ জ্বালিয়ে দীপাবলির প্রদীপ প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।