খুলনার কয়রা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থী বিক্ষোভ ও মানববন্ধন করা সেই কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল ।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাস ভবন ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগে একাধিক পত্রিকায় একাধিক অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশ করা হয় একাধিকবার তদন্তে সত্যতাও মেলে তারপরও বিভিন্ন মহলকে ম্যানেজ করে বহাল ছিলেন এই অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল।
আজ সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা কয়রা সদরে অবস্থিত কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় এর সন্নিকটে অধ্যক্ষের বাস ভবন ঘেরাও করেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের করেন অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল।
তিনি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্রের আবেদনে লেখেন, তিনি তার বিশেষ ব্যক্তি অসুবিধার কারণে তিনি স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।