ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় পণ্য বর্জন ও সীমান্ত হত্যা বন্ধে খুলনায় গণধিকার পরিষদের নাগরিক সমাবেশ

  • আপলোড তারিখঃ 31-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 266116 জন
ভারতীয় পণ্য বর্জন ও সীমান্ত হত্যা বন্ধে খুলনায় গণধিকার পরিষদের নাগরিক সমাবেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ  ৩১ মে শুক্রবার বিকাল ৩ টায় খুলনা শহরের বাপুস অডিটোরিয়ামে “সীমান্ত হত্যা বন্ধ; আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী” এক আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর শাখা।


প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন বাংলাদেশে গণঅধিকার পরিষদ যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে, এই আন্দোলনকে বেগবান করতেই আমরা আজ খুলনায় ক্যাম্পেইন শুরু করলাম।


 একইসাথে আমি বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ করছি আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন।  বাংলাদেশের প্রতিটি সেক্টরে  আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে; আমাদের সামনে অন্ধকার।  দেশকে রক্ষার জন্য সকল দলকে এক হয়ে মাঠে নামতে হবে। বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই দেশকে রক্ষা করতে হবে।


প্রধান বক্তা হিসাবে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে। পুরো বাংলাদেশ আজ কাঁটাতারে বন্দী। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে, দেশ থেকে ভারতকে সবার আগে হটাতে হবে। বাংলাদেশের আসল শত্রু এখন ভারত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দরকার। তার জন্য আমাদেরকে এখন বৃহত্তর একটি জাতীয় ঐক্যের দিকে হাটতে হবে। গণঅধিকার পরিষদ এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মাঠে থাকবে।


সভাপতির বক্তব্যে খুলনা মহানগর গণঅধিকার পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, আমরা ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও আন্দোলনে নেমেছি, এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিবো ইনশাআল্লাহ। অনেক চাপ আসছে,  কিন্তু কোন চাপের কাছে নতি স্বীকার করা হবে না ইনশাআল্লাহ।


গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সদস্য সচিব রাজিবের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, আবু সাঈদ মুসা, গণনেতা তারেক রহমান, তামান্না ফেরদৌস শিখা,  শামীম রেজা; যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক- মোল্লা রহমতুল্লাহ, সদস্য সচিব মুনতাসীর মাহমুদ, সাজিদুল ইসলাম বাপ্পি প্রমূখ।।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন