ঢাকা | বঙ্গাব্দ

ইবির ইসলামের ইতিহাস বিভাগের নতুন সভাপতি ড. আব্দুল গফুর

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 118285 জন
ইবির ইসলামের ইতিহাস বিভাগের নতুন সভাপতি ড. আব্দুল গফুর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও  সংস্কৃতি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বিভাগটির অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বিভাগের সভাপতি কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।


এসময় সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ।


নব্য সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, দুনিয়ায় নিয়মই হচ্ছে আসা আর যাওয়া। একজন যাচ্ছে আমি আসছি তার যাওয়া এবং আসাটা শুভ হোক সেই দোয়া পার্থনা করছি সকলের কাছে। ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিভাগ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তা যেন আমরা সফল করতে পারি।


এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই বাংলাদেশ অনেক ত্যাগ তিতিক্ষা ও ধৈর্যের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়তাম আশা হারিয়ে মনে হতো আর কোনো আশা নেই কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সেই আশার আলো জ্বালাতে পেরেছে।


নতুন এই পরিবর্তনে যাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া তাদের দায়বদ্ধতা বেশি একজন চেয়ারম্যান এটা কোনো পদ নয়, দায়িত্ব একজন চেয়ারম্যান পরিবর্তনকারী তিনি বিভাগের প্রতিনিধিত্ব করবে সকলকে সহযোগিতা করবেন বিভাগের বর্তমান অবস্থা থেকে আরো ভালো অবস্থানে নিতে কাজ করবেন এছাড়া কোনো শিক্ষক যেন ছুটি ছাড়া না থাকে সেই সংস্কৃতি চালু করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন