কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রে পুনরায় ভোট গণনায় দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সোহাগ।
বৃহস্পতিবার, ৯ মে সকালে উপজেলা ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভোট গ্রহণে অনিয়ম/কারচুপির অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি ভোটগ্রহণে বিভিন্ন অনিয়ম তুলে ধরে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বরাবরেও অভিযোগ দিয়েছেন বলে জানান। সম্মেলনে আতাউর রহমান বলেন, ৮ মে ৮৫টি কেন্দ্রে প্রদত্ত ভোট ৭৫হাজার ৪১৬ আর বৈধ ভোট ৭০ হাজার ৩ দেখানো হয়েছে। তন্মধ্যে ৫ হাজার ৩৫৩ ভোটের গড়মিল পাওয়া গেছে।
আতাউর রহমান সোহাগ উড়োজাহাজ প্রতীকে ২৩ হাজার ১৮৭ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী তালা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। বিপুল ভোটে এগিয়ে থেকেও তিনি জাল ভোট প্রদান ও কারচুপির কারণে পরাজিত হন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন