পাবনা জেলার চাটমোহর উপজেলার অন্তর্গত চাটমোহর উপজেলা বিএনপি ও চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 'র্যালি পর্ব সংক্ষিপ্ত পথসভায় গত কাল (নয় নভেম্বর ২০২৪) বিকেল চার ঘটিকার সময় চাটমোহর পৌর সদরের চাটমোহর বাস স্ট্যান্ড গোল চত্বরে বক্তব্য দান কালে
চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবীদ জনাব হাসাদুল ইসলাম হীরা সাহেব বক্তব্য দান করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উজ্জীবিত করার প্রয়াসে জ্বালাময়ী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বক্তব্যের এক পর্যায়ে দ্যার্থহীন কন্ঠে উচ্চারন করেন যে।
চাটমোহরে যদি কেউ জয় বাংলা স্লোগান দিতে চান তাহলে তাকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে। আগামী একশো বছরের মধ্যেও কেউ চাটমোহরে জয় বাংলা স্লোগান দিতে পারবেনা।
আমি জনাব হাসাদুল ইসলাম হীরা সাহেবকে একজন পরিচ্ছন্ন ও প্রতিবাদী রাজনৈতিক নেতা বলে জানি। তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তার বক্তব্য'কে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি, কারন জয় বাংলা কোন ব্যক্তির, কোন দলের,কোন গোষ্ঠীর স্লোগান নয় জয় বাংলা স্লোগান হলো মহান মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিকামী মানুষের শক্তির অনুপ্রেরণা! মুক্তির মুল মন্ত্রের মতই চেতনাদীপ্ত শব্দ জয় বাংলা।
জয় বাংলা স্লোগান কে সকলে গ্রহন করতে পারেনা! প্রিয় জন্মভূমি -মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জয় বাংলা স্লোগানে। জয় বাংলা স্লোগানের তাৎপর্য সকলে বোঝেনা এবং সকলের বোঝার কথাও না! দেশাত্মবোধে সদা জাগ্রত প্রান জয় বাংলার স্লোগানে সদা উজ্জীবিত হয়।
জয় বাংলা স্লোগানকে আপনি কটাক্ষ করতে পারেন না। আপনি জয় বাংলা স্লোগান না দিতে পারেন! আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাই বলে আপনি জয় বাংলা স্লোগান থেকে দেশপ্রেমিক জনতা, মুক্তিকামী মানুষের আত্মদ্বীপ্ত চেতনা বোধকে বাধাগ্রস্ত করতে পারেন না বা হুমকি প্রদর্শন করতে পারেন না।
আমি একজন সাধারণ নাগরিক হয়ে, একজন সাংবাদিক হিসেবে, একজন দেশপ্রেমিক রাজনীতি সচেতন নাগরিক হয়ে বা কবি হয়ে আপনার এই অশালীন কটু অযাচিত অশোভন বক্তব্যের বিরোধিতা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনার বক্তব্য যেটুকু "কোট-আনকোট" করা হয়েছে তা আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। চাটমোহর (পাবনা) এর রাজনৈতিক অঙ্গনে আপনাকে একজন ইমেজধারী রাজনৈতিক নেতা হিসেবে আমরা জানি! রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রত্যাহার করে নিবেন আশা করি।