ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুর থানার ওসি’র বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 178284 জন
দুর্গাপুর থানার ওসি’র বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রাজশাহীর দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  খায়রুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা জানিয়েছেন দুর্গাপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ। 



মঙ্গলবার  (৩  সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, সাংবাদিক জীবন আলী সবুজ (কুরবান), শাহজামাল পিকে,ফরিদ আহমেদ আবির, জিএম কিবরিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, হাসিবুল ইসলাম হাসিব, রাকিবুল ইসলাম, জাকির হোসেন বাবলু সহ থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,  ওসি খাইরুল ইসলাম একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে দুর্গাপুর থানায় কর্মরত ছিলেন।আমরা একজন চৌকস পুলিশ কর্মকর্তা কে বিদায় জানাচ্ছি। তিনি দুর্গাপুর থানায় দায়িত্ব পালনকালে  নারী শিশু নির্যাতন বন্ধ, মাদক উদ্ধার, পাচার চোরাচালান বন্ধ ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছেন। 


বিদায়ী ওসি  খাইরুল ইসলাম  দুর্গাপুর থানার সকল কর্মকর্তা বৃন্দ ও এলাকাবাসী তাকে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।


উল্লেখ্য,  ওসি খায়রুল ইসলাম  ৯ ডিসেম্বর ২০২৩ সালে দুর্গাপুর থানায় যোগদান করে করেন। গত ২ সেপ্টেম্বর রাতে এক বদলীর আদেশে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন তিনি। দুর্গাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাসুদ পারভেজ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন