ঢাকা | বঙ্গাব্দ

সোহরাব উদ্দিন কে ঘর উপহার দিলো রক্তের বন্ধনে শাহেদল

  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 104079 জন
সোহরাব উদ্দিন কে ঘর উপহার দিলো রক্তের বন্ধনে শাহেদল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাগপাড়ার গ্রামের বাসিন্দা, অসহায়, সম্বলহীন সোহরাব উদ্দিনের জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছেন মানবিক সংগঠন রক্তের বন্ধনে শাহেদল। 

 গত কাল ৯ নভেম্বর   দুপুর ৩ ঘটিকায় সোহরাব উদ্দিন এর কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফিরুজ উদ্দিন, তিনি বলেন "আমি তরুণদের এগিয়ে আসাকে সাধুবাদ জানাই এবং তাদের হাত ধরে এলাকায় আরো ভালো কিছু হোক।  উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে শাহেদলের এডমিন জনাব জুয়েল মিয়া, তিনি বলেন "রক্তের বন্ধনে শাহেদল সর্বদাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে. সামনেও থাকবে। আসুন সকলে এক হয়ে সুন্দর একটি সমাজ গঠন করি।

ঘর তৈরিতে মোট জমা হয়েছিল উনানব্বই হাজার দুই শত পাচঁ টাকা। তার মধ্য থেকে খরচ হয়েছে আটাত্তর হাজার চার শত ৫০ টাকা, বাকী টাকা গুলো সোহরাব উদ্দিন এর হাতে তুলে দেন ছাগল কিনে লালন পালন করার জন্য। 

আরো উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দুজ্জামান, জনাব মানিক মিয়া। রক্তের বন্ধনে শাহেদল এর এডমিন জনাব আরমান হোসেন শুভ এবং মডারেটর টিআর তানিম সহ আরো অনেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন