বুধবার (১মে) বেলা সাড়ে এগারটা বাজে চট্টগ্রাম জেলা অটোরিকশা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন (২০১৪) এর মহান মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাংগুনিয়া ক্লাব সংগটন কাযালয় প্রাঙগনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি বদিউল খায়ের লিটন এবং উক্ত সংগটনের সভাপতি নুরুল আজিম মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জফুর হাজীর সনচালনায় আরো উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও অথ সম্পাদক মোহাম্মদ এনাম ও সদস্য মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মনসুর এবং রেজাউল করিম ও মো নাইম