ভোলা, লালমোহনে এসএসসি পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী
মো মামুন লালমোহন (ভোলা) প্রতিনিধি
সারাদেশে একযোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪৩২২ শিক্ষার্থী।
এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭৯২ জন, দাখিল পরীক্ষার্থী ১২০৭ জন, এসএসসি ভোকেশনাল ৩২৩ জন। উপজেলার আটটি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে।কেন্দ্রগুলো হলো- লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা (ভেন্যু- লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়), গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ও লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল বলেন, অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।