ঢাকা | বঙ্গাব্দ

ইবি সিআরসির সভাপতি ইমদাদুল, সম্পাদক মশিউর

  • আপলোড তারিখঃ 19-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 129493 জন
ইবি সিআরসির সভাপতি ইমদাদুল, সম্পাদক মশিউর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পথ শিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমদাদুল হক সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বর্ষের মশিউর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিআরসি'র কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মো. রাসেল মিয়া।


নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোরছালিন ও সাঈদ আকতার সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেরিন আক্তার উর্মি, অর্থ সম্পাদক ফাহিম মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক মুমতাহিনাহ্ রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক বজলুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঁখি আলমগীর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল করিম সিকদার, আইন সম্পাদক আঁখি খাতুন এবং সংস্কৃতি ও ক্রীড়া  সম্পাদক রমজান আলী। এছাড়াও স্কুল পরিচালক হিসেবে সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠ্যচিত্র বিষয়ক সম্পাদক হিসেবে হাছিবুর রহমান এবং স্কুল ও ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে সাধনা খাতুন মনোনীত হয়েছেন।


নবনিযুক্ত সভাপতি ইমদাদুল হক বলেন, সি আর সি প্রতিষ্ঠা করা হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য। আমরা সবাই একত্রে পরিবারের মতো কাজ করে এই শিশুদের ভবিষ্যতকে উজ্জ্বল করতে প্রতিজ্ঞাবদ্ধ।


সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এই দায়িত্ব আমাকে অর্পণ করায় আমি সি আর সি পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলে একত্রে কাজ করে এই পৃথিবী থেকে সুবিধাবঞ্চিত শিশুদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।


উল্লেখ্য, ২০১৬ সালে সি আর সি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমানে সি আর সি পরিচালিত স্কুলে প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও, সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন