ঢাকা | বঙ্গাব্দ

রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ থানা হলো চিরিরবন্দর থানা, শ্রেষ্ঠ সম্মাননা পুরুষ্কার পেলেন ওসি আবু হাসনাত খান সহ চিরিরবন্দর থানার তিন অফিসার

  • আপলোড তারিখঃ 11-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 275649 জন
রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ থানা হলো চিরিরবন্দর থানা, শ্রেষ্ঠ সম্মাননা পুরুষ্কার পেলেন ওসি আবু হাসনাত খান সহ চিরিরবন্দর থানার তিন অফিসার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রংপুর  বিভাগীয়  শ্রেষ্ঠ  থানা  হলো চিরিরবন্দর  থানা,  শ্রেষ্ঠ সম্মাননা  পুরুষ্কার পেলেন  ওসি  আবু  হাসনাত  খান  সহ চিরিরবন্দর  থানার  তিন  অফিসার।  রংপুর রেঞ্জ  এর  শ্রেষ্ঠ  সার্কেল  নির্বাচিত  হয়ে সম্মাননা  স্মারক  গ্রহণ  করলেন , সদর সার্কেল  অফিসার  মোঃ  জিন্নাহ  আল মামুন।


এসময়  সদর  সার্কেলাধীন চিরিরবন্দর  থানার  ওসি  আবু  হাসনাত খান,  তদন্ত  ওসি  জাকির  সিকদার  এবং এস. আই  (নিরস্ত্র)  মোঃ  নুর  আলম সিদ্দিক  নিজ  নিজ  কর্মদক্ষতায়  শ্রেষ্ঠত্বের সম্মাননা  পেয়েছেন।  রংপুর  রেঞ্জ  এর অতিরিক্ত  আইজিপি  জনাব  মোঃ  আব্দুল বাতেন  এর  হাত  থেকে  শ্রেষ্ঠ  কর্মকর্তার পুরস্কার  গ্রহণ  করেন  তারা । এসময় উপস্থিত  ছিলেন  দিনাজপুর  জেলার  পুলিশ  সুপার  জনাব  শাহ্  ইফতেখার আহাম্মেদ। শুভেচ্ছা,  অভিনন্দন  ও  শুভ কামনা  রইলো


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন