ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -২

  • আপলোড তারিখঃ 12-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 288293 জন
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত -২ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

নড়াইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আলসাহাব (২১) নামে এক যুবক এবং অজ্ঞাত পরিচয়ের আরো একজম নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ দুইজন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।



নিহত আলসাহাব ফরিদপুর জেলার সালথা থানার কুমার পাটি গ্রামের আসাদুজ্জামান মাতুব্বরের ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মো.শওকত হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

লোহাগড়া থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে নড়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাওইখালি ব্রিজ এলাকার  এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সুপারি গাছে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনসহ এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলসাব ও অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। 


নড়াইল সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে আসেন চারজন এর মধ্যে দুইজন মারা গেছেন বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নেয়া হলে দুইজন মারা গেছেন, এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন