ঢাকা | বঙ্গাব্দ

কলম্বিয়াকে কাঁদিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপলোড তারিখঃ 15-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233077 জন
কলম্বিয়াকে কাঁদিয়ে কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলেই  গোল পায়নি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ সোমবার সকালে ফাইনাল মহারণ শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা স্টেডিয়াম গেটের বাইরে। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হয় ৭টা ২০ মিনিটে।



২০২১ সালের কোপার ফাইনালে ব্রাজিলকে ১ গোলে হারিয়ে ১৫তম কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেবার একমাত্র গোলটি করেন ডি মারিয়া। এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো আর্জেন্টিনা।


ম্যাচের অতিরিক্ত সময়ের ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারো মার্টিনেজকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা ফুটবলার মার্টিনেজ।হয়েছেন মার্টিনেজ ম্যাচ সেরা ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা গোন্ডেন বল জিতেন হামেস রদ্রিগেজ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন