ঢাকা | বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের আপরাধে জাল,মাছসহ ৪ জেলে আটক।

  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 132799 জন
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের আপরাধে জাল,মাছসহ ৪ জেলে আটক। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের বিস্তার লাভের জন্য এ-সময় নিষেধাজ্ঞা দেওয়া।


এদিকে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে মা- ইলিশ নিধনের অপরাধে ৪ জেলে, ১০ কেজি মা ইলিশ সহ ১ লক্ষ মিটার কারেন্ট জালসহ  আটক করেন উপজেলা প্রশাসন জানা যায় আটককৃত জেলে চারজন শরীয়তপুর থেকে মাছ ধরতে এসেছেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক সহ আনসার সদস্য রা। পরবর্তী অবৈধ জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে পেলা হয় এবং  জব্দকৃত মা ইলিশ  এতিমখানায় বিতরণ করা হয়।


সন্ধায় আবার হাইমচর নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির অভিযানে ৫০ কেজি মা ইলিশ ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ-সময় কাউকে আটক করা সম্ভব হয়নাই।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন