ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 153815 জন
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলার দৌলতখান উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ০২ টি আগ্নেয়াস্ত্র , ২ টি কার্তুজ ও ১৫ টি দেশীয় অস্ত্রসহ একটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩ টায় ভোলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের খায়ের হাট বাজার সংলগ্ন ব্যপারী বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.সালাহ্উদ্দিন রশিদ তানভীর, (এক্স),বিএন,এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।

কোষ্টগার্ড সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলাধীন তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো.আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ ও জেলেদের জিম্মি করে চাঁদাবাজি,জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিলো।যার প্রেরিক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩ টায় কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার ব্যাপারী বাড়ি থেকে মো.আনোয়ার হোসেন,মো.সোহেল ও মো.হাসান নামের এই ৩ ডাকাত কে আটক করা হয়।এই সময় তাদের বাসায় তল্লাশি করে ২টি আগ্নেয়াস্ত্র, ২ টি কার্তুজ,১৫ টি দেশীয় অস্ত্রসহ একটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন