আজ বিকালে চিরিরবন্দ উপজেলাপরিষদ নির্বাচনে গণসংযোগ করতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসে ৬নংঅমর পুর ইউনিয়নের মথুরা পুর গ্রামের মুক্তি যোদ্ধা আঃমালেক শাহার বাড়িতে তার শারীরিক খোঁজ খবর নেন ও কুতুব ডাঙ্গা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মওলানা মোঃমোকছেদ আলীর সঙ্গে দেখা করেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বানের চেয়ারম্যান পদপ্রার্থী সুনীল কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১০ নং পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ কামাল, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তপন মহান্ত, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন , সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদেক ছোটন ৬নং অমর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল সরকার ও ৯নং ভিয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নরেদ্র নাথ রায় প্রমূখ ।