ঢাকা | বঙ্গাব্দ

কাপ্তাইয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

  • আপলোড তারিখঃ 15-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233740 জন
কাপ্তাইয়ে মানসম্মত   শিক্ষা বাস্তবায়নে প্রধান  শিক্ষকদের সাথে মতবিনিময় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক  শিক্ষা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান  শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৫ জুলাই)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার হৃষীকেশ  শীল।


কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাসরিন সুলতানা। 


মতবিনিময় বিনিময় শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে  দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহন করায় কাপ্তাইয়ের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যকে কাপ্তাই প্রাথমিক শিক্ষা পরিবার এবং বড়ইছড়ি ক্লাস্টের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। 


পরে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন