ঢাকা | বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে হালিমপুর হিড়িন্দা বাজারে অপসোনিন ফার্মা লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 30-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 112424 জন
পাবনার চাটমোহরে হালিমপুর হিড়িন্দা বাজারে অপসোনিন ফার্মা লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হালিমপুর হিড়িন্দা বাজারে অপসোনিন ফার্মা লিমিটেড কর্তৃক আয়োজিত হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতি'র ব্যবস্থাপনায় পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয় মঙ্গলবার(২৯ অক্টোবর ২০২৪)সকাল সাড়ে এগারো ঘটিকার সময় হালিমপুর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশের সভাপতিত্বে। 


পবিত্র কালামে পাক তেলোয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়, কালামে পাক তেলোয়াত করেন মাওঃ মোঃ সরোয়ার হোসেন। অপসোনিন ফার্মা লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে বরাবরই দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী চিকিৎসক কনফারেন্স করে থাকে।


এ পেশায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের জ্ঞানকে আরো তথ্য উপাত্ত নির্ভর করতে সদা সচেষ্ট ও তৎপর থেকে এই আয়োজন কোম্পানির সৃষ্টি লগ্ন থেকেই ধরে রেখেছে  নতুন নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে তথ্য প্রদানের নিমিত্তে কনফারেন্স করে থাকে যথারীতি ফাস্ট টাইম ইন বাংলাদেশ ঔষধ গুলো সম্পর্কে আলোচনা করেন কনফারেন্সে ফৈলজানা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ত্রিশ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন। 


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: জিয়াউর রহমান(ডিআইসি- অপসোনিন ফার্মা লিমিটেড, মোঃ সবুজ আলী সরদার (সিনিয়র এমপিও অপসোনিন ফার্মা লিমিটেড),মোঃ রাকিবুল ইসলাম (এমপিও,অপসোনিন ফার্মা লিমিটেড)অপসোনিন ফার্মা লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়। 


পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেন মোঃ সবুজ আলী সরদার।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন