মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর, হাইমচর উপজেলা প্রতিনিধ:।।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের বিস্তার লাভের জন্য এ-সময় নিষেধাজ্ঞা দেওয়া।
এদিকে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে মা- ইলিশ নিধনের অপরাধে ৪ জেলে, ১০ কেজি মা ইলিশ সহ ১ লক্ষ মিটার কারেন্ট জালসহ আটক করেন উপজেলা প্রশাসন জানা যায় আটককৃত জেলে চারজন শরীয়তপুর থেকে মাছ ধরতে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক সহ আনসার সদস্য রা। পরবর্তী অবৈধ জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে পেলা হয় এবং জব্দকৃত মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
সন্ধায় আবার হাইমচর নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির অভিযানে ৫০ কেজি মা ইলিশ ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ-সময় কাউকে আটক করা সম্ভব হয়নাই।