ঢাকা | বঙ্গাব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের উপকূল এলাকায় চলছে মাছ ও মা কাকড়া শিকার

  • আপলোড তারিখঃ 27-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 245186 জন
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের উপকূল এলাকায় চলছে মাছ ও মা কাকড়া শিকার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা জেলার উপকূল অঞ্চল কয়রা উপজেলার সুন্দরবন অঞ্চলের মানুষ বেশিরভাগই সুন্দরবনের আয়ের উপর নির্ভর করে জীবন যাপন করে। সুন্দরবন খুলনা রেঞ্জের আওতায় বানিয়াখালি, কাশিরাবাদ, নুলিয়ান ও কালবগী।


স্টেশনের মাধ্যমে সুন্দরবনের প্রবেশের অনুমতি গ্রহণ করতে হয়। কিন্তু সুন্দরবনের নদী ও খালের মাছের সুরক্ষা ও বন্য প্রাণীর বিচরণ প্রজনন কার্যক্রমের সংরক্ষার জন্য( গত ১ জুন)  থেকে ৩১ আগস্ট পর্যন্ত একনাগাড়ে তিন মাসের জন্য সুন্দরবনের নিষেধাজ্ঞা জারি করা হয়।


এ সময় পর্যটক প্রবেশ সহ সাধারণ মানুষের সুন্দরবনের খালে মাছ ধরা নিষেধ করা হয়। কিন্তু প্রজনন মৌসুমে কয়রা উপজেলার বন অঞ্চলের বিভিন্ন নদী ও খাল থেকে প্রতিনিয়ত মন মন ও বস্তা বস্তা মাছ ও ডিমওয়ালা মা কাকড়া  আহারণ করছে।


এ ব্যাপারে গতকাল থেকে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল কয়রা থানায় একটি মামলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন