ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় যৌথব অভিযানে মাদক ও হরিণের মাংস সহ গ্রেফতার ১জন

  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140198 জন
কয়রায় যৌথব অভিযানে  মাদক ও হরিণের মাংস সহ গ্রেফতার ১জন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা জেলার  কয়রায়   উপজেলায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মিজানুর রহমান ওরফে মিজান (৩৮) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


আজ (১১ অক্টোবর)শুক্রবার  ভোরে  মিজানুর রহমানের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিজ বাড়ি হতে ৩০০ গ্রাম পরিমাণ গাজা এবং  ২.৫ কেজি হরিণের মাংস ও নগদ ৪৩ হাজার ৪৮৭ টাকা, ০৩ টি মোবাইল , ০৪টি সিম কার্ড ও ০৫ টি মেমোরি কার্ড উদ্ধার হয়েছে।


এলাকার সূত্রে জানা যায়, আটককৃত  মাদক ব্যবসায়ী মিজানুর  কয়রার উত্তর বেদকাশীর বতুল বাজার এলাকার নূরুল হক সানা ছেলে।


 সে এর আগেও একাধিক বার গাঁজা ক্রয় বিক্রয় এর সময়  আটক  হয় । তার বিরুদ্ধে  মাদকের একাধিক মামলা রয়েছে।


কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, আটক মিজানুরের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ০৮ টি মামলা আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন