জীবনের ছায়া পথে ভাগ্যটাকে নিয়ে সাথে-চলছি আমি একা সাড়া বেলা,দেখি আজ কি লেখা আছে ভাগ্যের খেলা।
ভাগ্যটাকে বরণ করে দু'হাতের-মুষ্ঠি এটে চলছি সামনে এগিয়ে,দেখি আজ মাবুদ কি যায় দিয়ে।
তোমার কাছে নেইতো চাওয়া-কিছু, আছে চাওয়া একটি মুক্ত বিকেল বেলা,দেখি আজ কি লিখেছে প্রভু ভাগ্যের খেলা।
জীবনের গতি পথে কত কিছু দেখি সাথে-থাকবেনা কোন কিছুই জীবন প্রপাতে,শুধু একা আছি, রয়ে গেলাম অবোলা।
জীবন আছে সাথে, থাকবেনা সময়ের শ্রোতে-খেলা হবে সাঙ্গ সময়ের আপন গতি পথে,সেদিন আর হবোনা ধর্ম-কর্মে আত্ম ভোলা।