ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নৌবাহিনী অভিযানে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • আপলোড তারিখঃ 09-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140223 জন
ভোলায় নৌবাহিনী অভিযানে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মৎস্য সম্পদ মা ইলিশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।


মঙ্গলবার ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে  ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানতে পারে বাংলাদেশ নৌবাহিনী। 


এ প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।


অভিযানে বিভিন্ন অবৈধ জাল জব্দ করা হয় ,যার আনুমানিক মূল্য টাকা ৩,৪১,৯৫,০০০/০০ (টাকা তিন কোটি এক চল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা) অভিযানে আটককৃত ০২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


৯ অক্টোবর সাড়ে ১০ টায় ভোলা ভেদুরিয়া ঘাটে বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট মুফতাদি ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, অভিযান চলাকালীন আঞ্জুরহাট বাজারের ০৬টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। 


পরবর্তীতে, জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন