ঢাকা | বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কিশোরগঞ্জের হোসেনপুরে বাজার মনিটরিং

  • আপলোড তারিখঃ 19-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 128052 জন
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কিশোরগঞ্জের হোসেনপুরে বাজার মনিটরিং ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

শনিবার, ১৯ অক্টোবর  দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে উপজেলার শাকসবজি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।


জানা যায়, হোসেনপুর উপজেলায় শাক-সবজি,ফলমূল ও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে  দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহেমীন মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তারা৷ 


ভেজাল খেজুর রাখার দায়ে হাসপাতাল মোড়ের ফল ব্যবসায়ী মানিক চন্দ্র মোদককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফরিদ আল সোহান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও দ্রবমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন