ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে সি আর সি'র বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139538 জন
ইবিতে সি আর সি'র বার্ষিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সি আর সি) ইবি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নাম্বার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনটির সদস্য সাইফুন্নাহার লাখীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি রাসেল মিয়া, অর্থ সম্পাদক রেজাউজ্জামান শুভ এবং খুলনা শাখার সাধারণ সম্পাদক এহসান রিফাত। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি শাখার সাবেক সভাপতি ইমদাদুল হক, সদ্য সাবেক সভাপতি শাহিদ কাউসার ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলামসহ সংগঠনির শতাধিক সদস্য।


এসময় সংগঠনের সদ্য সাবেক সভাপতি শাহিদ কাউসার বলেন, সি আর সি পথশিশুদের কে নিয়ে কাজ করে। স্কুল কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানান কর্মসূচী পালন করে আমি এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দায়িত্বপালন করতে গিয়ে সহযোদ্ধাদের সাথে কথা হয়েছে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সি আর সির কার্যক্রমকে আরো গতিশীল সকলের সহযোগিতা কামনা করছি।


উল্লেখ্য, আলোচনা সভার শুরুতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা স্মৃতিচারণমূলক আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টা বক্তব্য প্রদান করে এসময় বিদায়ী ও সেরা সংগঠকদেরকে ক্রেস্ট প্রধান করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন