নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের চার বারের সংসদ সদস্য, আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া ও মিল্লাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজ এর আয়োজন করেন দুপুরে নান্দাইলের মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান কলেজের শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন দোয়া পরিচালনা করেন মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা শিব্বির আহম্মেদ বাচ্চু পরে বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর জীবনী নিয়ে বক্তব্য রাখেন শিক্ষকরা ও কর্মচারিরা।