ঢাকা | বঙ্গাব্দ

পনেরই আগষ্ট পঁচাত্তরে

  • আপলোড তারিখঃ 15-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 205936 জন
পনেরই আগষ্ট পঁচাত্তরে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১৫ই আগষ্ট বাঙ্গালি জাতির শোকের দিন,হয় শত হরষেও চিত্ত-চেতনা বেদনাতুর মলিন,বাঙ্গালী জাতির পিতা-কে ঘাতকেরা আগষ্ট পঁচাত্তরে-নির্দয়-নির্মম ভাবে হত্যা করেছে কুলাঙ্গাররা স্বপরিবারে।


জাতির জনক;বঙ্গমাতা,শেখ কামাল জামাল শেখ রাসেল-পায়নি রক্ষা; ঘাতকের বুলেটের আঘাত থেকে অঢেল,কিশোরী বেবী বেগম আরজু মনি; সুলতানা কামাল খুকী-নববধু পারভীন রোজী তাদের ভাগ্য মোদের করেছে দুঃখী। 


বঙ্গবন্ধুর ভ্রাতা শেখ নাছের; ভগ্নিপতি আঃ রব সেরনিয়াবাত-যাদের ভাগ্যেও লিখেছিল খূণীরা ১৫ই আগষ্ট কালো রাত,যুব লীগ নেতা শেখ ফজলুল হক মনি; শহীদ সের নিয়াবাত-শিশুপুত্র আরিফ,সুকান্ত আব্দুল্লাহ বাবুও পায় মৃত্যু আঘাত। 


আব্দুন নাঈম খান রিন্টু;৩ অতিথি,কর্ণেল জামিল উদ্দিন আহমেদ-বাদ যায়নি ডিপুটি কমিশনার সিদ্দিকুর;৪ ভৃত্য না করে বিভেদ,ঘাতকেরা যেতে করেছে খুন বোমার আঘাতে মোহাম্মদপুরে-চারজন নাম না জানা ব্যক্তিদের নির্দয়-নির্মম ভাবে  অকাতরে ।


হত্যা করতে পারেনি সেদিন দুই বোনকে না থাকায় বাংলাদেশে-বঙ্গললনা শেখ হাসিনা ও শেখ রেহানাকে প্রভূ রেখেছেন ভালোবেসে,১৫ই আগষ্টে ঘাতকেরা শুধু একটি পরিবারই করেনি শেষ-পক্ষান্তরে পঙ্গু মেরুদন্ডহীন করতে চেয়েছিল বাংলাদেশ ।


বীর সন্তানের রক্তের ধারা বাহী আমরা বীর বাঙ্গালী জাতি-কালে-কালে আমরা সংগ্রাম করেছি; মানিনি দমন নীতি,পিতা-মাতাহারা; স্বজনহারা আমরা এতিম বাঙ্গালি জাতী-ধীরে-ধীরে শোক কে মানিয়ে নিয়েছি; অর্জন করেছি শক্তি  ।


গড়তে স্বদেশ শ্যামল, ভরতে দেশের পুকুর গোয়াল-গোলা-করতে হবে কাজ একত্রে মমনে ভুলে-ছুড়ে বিভেদের তালা,শোক দিবস শক্তিতে রপান্তর করে নিজেকে দেশের উন্নয়নে-করতে হবে দু'হাতে কাজ সবাইকে দেশপ্রেমে স্ব-স্ব অবস্থানে,হবে বাংলাদেশে উন্নতি অগ্রগতি সম্মৃদ্ধি সকলের সম্মিলিত প্রয়াসে-দেশ যাবে এগিয়ে উন্নয়নের মহাসড়কে আমাদের ভালোবাসায় ভালোবেসে।


শোক দিবসে এই আত্মত্যাগ যেন আমরা না যাই কভুও ভুলে-হে প্রভু প্রার্থনা যাচি জান্নাত দাও বঙ্গবন্ধু বঙ্গমাতাসহ শহীদ সকলে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন