ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া খুলনার কয়রা সহ তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলার ৬৭ টি কেন্দ্রে রোববার ( ৯ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। উক্ত নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি, এম মহাসিন রেজা (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩৫৯১৭ ভোটে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম শফিকুল ইসলাম( আনারস) প্রতীকে ২৭৩২৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিজয় হয়েছেন অ্যাড,মেহেদী হাসান( তালা) প্রতীকে ২৪০৬৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরাফাত হোসেন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১৯৩৬৩ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাসিমা আলম( হাঁস)প্রতীকে ৩৩৮৯১ভোটে নির্বাচিত হয়েছে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীলিমা রানী চক্রবর্তী (ফুটবল)প্রতীকে ১৬৭১৭ভোট পেয়েছেন।