ঢাকা | বঙ্গাব্দ

পাইকগাছায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 92889 জন
পাইকগাছায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পুলিশ মরদেহের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।


মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শন আনিছুর রহমান জানান,  পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসাবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারে আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রের সামনে আসেন।


এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পান শিপু। অনেক ডাকাডাকি করা স্বত্ত্বেও আলামিনুর রহমান দরজা না খোলায় জানালা দিয়ে দেখতে পান তার মরদেহটি গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।


পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন