ঢাকা | বঙ্গাব্দ

ইবির অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি নোমান সম্পাদক হাসিব

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 154892 জন
ইবির অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি নোমান সম্পাদক হাসিব ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকাউন্টিং ক্লাব নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে এতে সভাপতি হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসিব মনোনীত হয়েছেন।


মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দুপুর ১টায় বিভাগের ২২৪নং কক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ  জাকির হোসেন, সহকারী অধ্যাপক মোঃ জাফর আলী ও সহকারী অধ্যাপক মোঃ শাহবুব আলম। 


 কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা আকন্দ, গোলাম আসসাকুর জামান, সাগর আহমেদ শিবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান  সিকদার, উপ-সাংগঠনিক সম্পাদক যূথী খাতুন, মোঃ রাহাতুল ইসলাম, দপ্তর সম্পাদক অলোক কুমার মজুমদার, উপ-দপ্তর সম্পাদক মোঃ সানজিদ হোসেন, মাসুম হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক অন্তরা আক্তার মিম, উপ-অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ শেখ।


নাজিয়া তাসনিম, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ স্বাধীন , উপ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জোতি, রোকনুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ লুত ইয়াছরিপ ( লিখন) , উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ্, আহমদ গালিব, ডিজাইন ও আইটি বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাব-ডিজাইন ও আইটি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, নাজমুস সাকিব, গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার, উপ গবেষণা ও পরিকল্পনা কাওসার আহমেদ, সামসুর নাহার সুমি এছাড়াও সহযোগী সদস্য হিসেবে প্রতিক সরকার, একরামুল হক, শামীম আহসান, স্নিগ্ধা অর্পনা।


কমিটির সভাপতি ফাইমুন নোমান বলেন,  জ্ঞান-বিজ্ঞানের এই যুগে নিজেদের এগিয়ে রাখতে আমাদের এক হয়ে কাজ করতে হবে তারই ধারাবাহিকতায় আমাদের এই ক্লাব। 


আমার দৃঢ় বিশ্বাস এই ক্লাব শিক্ষার্থীদের জন্য একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা নিজেদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজের গঠনমূলক কাজে ভূমিকা রাখতে পারবে।


উল্লেখ্য, ইবি অ্যাকাউন্টিং ক্লাব একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এতে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বছরব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। সদস্যদের অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে সংগঠনটি একইসাথে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, এবং সেমিনার আয়োজন করে থাকে স নির্ধারণে সহায়তা রাখবে।


এ ছাড়াও শিক্ষা জীবনে ব্যবসায়ের বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবসায় সত্তার সাথে সদস্যদের পরিচয় ঘটাতে সাহায্য করবে এবং বাংলাদেশে ব্যবসায়ে আগ্রহ আছে এমন সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক তৈরি সুযোগ করে দিবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন