ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় প্রমথ চৌধুরীর জন্মভিটা হরিপুরে কাঁচা সুপারির হাট বসে যথারীতি

  • আপলোড তারিখঃ 26-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 87902 জন
পাবনায় প্রমথ চৌধুরীর জন্মভিটা হরিপুরে কাঁচা সুপারির হাট বসে যথারীতি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

এস এম মনিরুজ্জামান আকাশঃ- চাটমোহর উপজেলা(পাবনা)প্রতিনিধিঃ প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর জন্ম ভিটে পাবনা জেলার 

চাটমোহর উপজেলার হরিপুর হাটে বসে যথারীতি কাঁচা সুপারির হাট।  চটের ছালা ও প্লাস্টিকের চটের উপর সাবলীল  ভাবেই সুপারি ক্রয় করতে পেপারীগন দোকান বিছিয়ে বসেন। রাস্তার পার্শ্বে ছালা,চট বিছিয়ে  দোকান পেতে বসে থাকতে দেখে ভালোই লাগে। গৃহস্থগন গাছে থেকে কাঁচা-পাকা সুপারি পেরে আনেন ও পাকা সুপারি ক্রয়-বিক্রয় করা হয় পন হিসেবে।  ৮০ টা সুপারিতে একপন। যা একশ ধরে ২০০ /২৫০/- টাকায় বিক্রি করা হয়। সুপারির আকার অনুসারে  দাম কম বা বেশী হয়ে থাকে। 

অনেকেই গ্রামের সুপারি গাছের  বাগান কিনে গাছ থেকে সুপারি পেরে হরিপুর  হাটে  আনেন বিক্রি করার জন্য। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার দুই দিন  হাট বসে। এ ছাড়া অন্যান্য দিনও আড়ৎ বসে এবং আড়ৎদারগন কাঁচা-পাকা সুপারি ক্রয়-বিক্রয় করে থাকেন।গত সপ্তাহে হরিপুর সুপারি হাট থেকে তোলা কযেকটি ছবি।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন