ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে বগুড়া জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি মামুন সম্পাদক নিরর

  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 94821 জন
ইবিতে বগুড়া জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি মামুন সম্পাদক নিরর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছে বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে মার্কেটিং ১৮-১৯ শিক্ষাবর্ষের বিভাগের শিক্ষার্থী নিশাত সরকার নীরব।


শনিবার (১৬নভেম্বর) বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক আলি আরমান রকি এবং সদস্য সচিব সাদ আল মায়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


চৌদ্দ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নাহিদা আক্তার ও রাকিবুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং আজিজুল হক লেমন। সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান, মেহেদী হাসান ও ফারিহা ইসলাম। দপ্তর সম্পাদক আল আমিন রুশো ও অর্থ সম্পাদক আসাদ সাদিক। প্রচার সম্পাদক মানিক হোসেন এবং পরিকল্পনা সম্পাদক তাওসিফুর রহমান। ক্রীড়া সম্পাদক ইসরাফিল আলম ও শিক্ষা সম্পাদক ফজলে রাব্বি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরী সিদ্ধান্তে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠনের পরিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।


সংগঠনটির নব্য সাধারণ সম্পাদক নিশাত সরকার নিরব বলেন, ছাত্র কল্যাণ সমিতির সমিতির মূখ্য উদ্দেশ্য বর্তমান এবং নবাগত শিক্ষর্থীদের কল্যানে নিয়োজিত থাকা। এটা একটা পরিবার এর মতো। আমরা সবাই সবার সহোযোগিতায় এগিয়ে আসবো। করোনার পর থেকে বগুড়া জেলা কল্যাণ বিভিন্ন কারণে স্থবির হয়ে পরেছে। আমার মূখ্য উদ্দেশ্য হবে সংগঠন এর স্থবিরতা কাটিয়ে সংগঠনের প্রাণ ফিরিয়ে দেওয়া। যদিও খুব কম সময়ের জন্য দ্বায়িত্ব নেওয়া এর মধ্যে চেষ্টা করবো ভালো কিছু প্রোগ্রাম আয়োজন করার, কারন মিলনমেলা সৃষ্টি করতে পারলে নিজেদের মধ্যে সুসম্পর্ক এবং সেই সাথে জেলার সবাই সবার সাথে যোগাযোগ সুদৃড় হবে। আপাতত সামনে নবীন বরণ এবং প্রবীণ বিদায় উপলক্ষে একটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে। জেলার সকালের সহোযোগিতা কামনা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন