বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মেট্রো সদর মধ্য থানা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গাজীপুর মহানগরীর মেট্রো সদর মধ্য থানা আমীর মোঃ ছাদেকুজ্জামান খান এর সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মোঃ খায়রুল হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ গোলাম নজীব, ওয়ার্ড সভাপতি মোঃ ফয়সাল ইসলাম, ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল হক, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, সাংবাদিক বেলাল হোসেন প্রমুখ জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।