খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (০৮ জুলাই) দুপুর ১২টায় নগরীর রায়েরমহল এলাকায় তারা বিশ্বাসের অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় জেলা ডিবি পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালায়। তবে ওসি সুকান্ত সাহা তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে রাজি হননি।
রোববার (৭ জুলাই) রাতে নিহত রবি’র স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে বিগত ইউপি নির্বাচনে রবিউলের প্রতিপক্ষ, সর্বশেষ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুটুদিয়া নামক স্থানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ওইদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে।