পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে আগামী দুই বছরের জন্য।
পল্লী চিকিৎসক গ্রাম ডাক্তার মোঃ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে দশটার সময় হিড়িন্দা বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (কবি ফার্মেসী) কে সভাপতি ও মোঃ আব্দুস সামাদ মাস্টার(জননী ফার্মেসী) কে সাধারণ সম্পাদক, মোঃ বরকত উল্লাহ (বরকত ভেটেরিনারি) কে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
মোঃ আব্দুল ওয়াহেদ (সাথী ফার্মেসী)কে সহ-সভাপতি, মোঃ হাফিজুর রহমান হাফিজ (আম্মা ফার্মেসী) কে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান মাস্টার(মাস্টার ফার্মেসী) কে সাংগঠনিক সম্পাদক, মোঃ কামরুল হাসান মাস্টার(কারীমা ফার্মেসী)কে সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম (শাপলা ফার্মেসী) কে প্রচার সম্পাদক,মাওলানা মোঃ সরোয়ার হোসেন(মা ফার্মেসী)কে ধর্ম সম্পাদক, মোঃ সালাউদ্দীন আহমেদ (মা ফার্মেসী) দপ্তর সম্পাদক ঘোষণা করা হয়।
এছাড়াও মোঃ আব্দুর রশিদ সরকার(সরকার ফার্মেসী), মোঃ লিয়াকত আলী (লিজা ফার্মেসী), মোঃ মতিয়ার রহমান (মীম ফার্মেসী), মোঃ রবিউল ইসলাম (রুনা ভেটেরিনারি), মোঃ আব্দুল কাইয়ুম (তানভীর ভেটেরিনারি), মোঃ আনিসুর রহমান বাচ্চু (আবু হুরায়রা ফার্মেসী), মোঃ ময়নুল ইসলাম (তালহা ফার্মেসী),মোঃ মোহসীন আলম (সরদার ফার্মেসী),মোঃ মশিউর রহমান অন্তর( মাহাদী ফার্মেসী), মোঃ জাহেদুল ইসলাম বাবলু মাস্টার(হাজী মেডিক্যাল হল), মোঃ উদ্দিন সরকার (উর্মি ভেটেরিনারি) কে কার্যকরী সদস্য করে বিশ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়।