চীন ও ভারতের পর বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রায় আড়াই লাখ হেক্টর জমিতে ৩৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এ উৎপাদন দেশের চাহিদার চেয়ে অন্তত ৪ লাখ থেকে ৬ লাখ মেট্রিক টন বেশি।তবে, আশ্চর্যের বিষয় হলো, এত উৎপাদন সত্ত্বেও বাংলাদেশ চলতি অর্থবছরে শুধুমাত্র ভারত থেকেই ৭ লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি করেছে।
আরেকটি বিস্ময়কর তথ্য হলো, বর্তমানে পেঁয়াজ আমদানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন।
এ ধরনের পরিস্থিতির পিছনে কি দুর্নীতি, সিন্ডিকেট, নাকি অন্য কোনো কারণ কাজ করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন অন্যথায়, আমরা আমদানি নির্ভরই থেকে যাব, যা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।